প্রকাশিত: Thu, Jan 26, 2023 4:31 PM
আপডেট: Tue, Apr 29, 2025 1:36 PM

ডিজিটাল সিকিউরিটি আইনে আগের মতো হয়রানির সুযোগ নেই: আইনমন্ত্রী

আনিস তপন: আনিসুল হক বলেছেন, সেলের মাধ্যমে যাচাই করে এখন ব্যবস্থা নেওয়া হয়। কিছু বিষয় সংশোধন করার জন্য কমিটি করা হয়েছে। কমিটি প্রয়োজনে সংশোধনের উদ্যোগ নেবে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ডেটা প্রটেকশন অ্যাক্ট কাউকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং প্রটেক্ট করার জন্য। আমরা অবশ্যই এই আইনটি সংসদে নেব। যেভাবে আইন পাস হয়, ঠিক সেই প্রক্রিয়ায় হবে। স্টেকহোল্ডার যারা আছেন এবং ডেটা প্রটেকশন অ্যাক্ট সম্পর্কে যাদের বক্তব্য আছে তাদের কথা শোনা হবে। 

আইনমন্ত্রী বলেন, পিপি ও জিপিদের (সরকারি কৌঁসুলি) বেতন ছিল ২ হাজার ও ৩ হাজার টাকা, সেটাকে আমরা এখন বাড়িয়েছি। আমার প্রস্তাব, ৬৪ জেলাকে ৩টি ভাগে- বড়, মাঝারি ও ছোট জেলায় ভাগ করে বেতন কাঠামো প্রস্তুত করা হবে। বড় জেলার পিপির বেতন হবে ৫০ হাজার টাকা, মাঝারি জেলার ৪৫ হাজার ও ছোট জেলার পিপির বেতন হবে ৪০ হাজার টাকা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব